Sunday, June 18, 2006

প্রিয় পাঠিকা 0.03


প্রিয় পাঠিকা,

কেবল দোয়াত ভাঙে,শব্দের কফিনে শুয়ে থাকো...সারা পৃথিবী জুড়ে বর্ণমালা জুড়ে-জুড়ে-জুড়ে তৈরি হচ্ছে রাজপথ, ছিটে যাওয়া র ংছুটে যাওয়া কালি পেতে দিচ্ছে স্বপ্নের ফরাস-শয্যা, আমার কি ঘুম পাচ্ছে ভীষণ?...

- বাঁচতে চাই
-বুনতে চাই

... জল তোলো কপিকলে, শব্দে যেন খুলে দিচ্ছ চুল, কাঁটাতার জড়িয়ে যায় স্বরে,কেবল চাওয়া, কেবল, চল্লিশ ওয়াটের বাল্ব দুলে উঠলে মেঝেও কি দুলে ওঠে, কিম্বা বুকে চমকে ওঠে অহরহ বিদ্যুত্...

-সহজ নয়
-অসম্ভব

... লাল ফুলে সব সার সার অনারসের গাছ, এই উঠছে দুলে,ছোট্ট দ্বীপে নৌকা এসে ঠেকে, নৌকা ভরে আছে মরশুমী ফুলে,হালকা হলুদ বর্ণের নাম না জানা সভাকবি পাখিরা চাঁদোয়া টানায়,কি সব নক্সা, ছেড়ে যাওয়া কি এতই সোজা, আসলে প্রতিটা স্বপ্নই এত মায়াময় পরিশ্রমে গড়ে তোলা,ধরা যাক রাসযাষনারদিন, পুর্ণিমা কিনা, তবুও তর্ক থাকে, কত কিছু রয়ে যায়, মত্স্যকন্যা হটাত্ আমায় ছেড়ে দৌড় লাগায়, আমি দেখি সিনেমা এল, কি সাবজেক্টিভ টাইম? এই যেমন মণি কাউলের সিদ্ধেশ্বরীর কথা মনে আসে...

-চুপচাপ
-অসহ্য

... মনে পড়ে, পড়ে রে,উল্কা কেন ? বেমক্কা কিছু চাওয়া? নিজের হাত কে বিশ্বাস করি না কখনো,মারাদোনাও করতেন না, ডেকালগের 3/4 সেই দোয়াত গেল ভেঙে,ম্যাজিক থাকুক, জানি এই ভাবে কিছু ভাঙে না, ভাঙতে পারে না, পাহাড়ি ঝরনা তুমি গড়িয়ে পড়, পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনীত হও নীতা,সব রয়ে যায় , ফিরে ফিরে আসে, এখন সে নদী, বইছে সমতলে...

-দিন
-রাত

... এই প্রলাপে শব্দ যদিও বা রাজী ছিল আমার সাথে পথ চলতে কিন্তু আঙ্গুল সরে না, টাইপে গতিও আছে, যেন কিছু হাউই ছুটে যাচ্ছে, তাকে আরো কিছু শ্রদ্ধা জানাতে, সব উত্সব শেষে,কিছু তরতাজা ফুল তার জন্যে কিনে রাখা দরাকার, সাথে আছি এটা জানানোর জন্যে নয়, প্রথম রাষিন ও তত্সহ সকাল ফিরে চাইতে, চাই রোজ...অনন্ত দিনে ও রাtreeতে...

সুমেরু

No comments: