Sunday, June 18, 2006

প্রিয় পাঠিকা 0.04


প্রিয় পাঠিকা,

... এই দূর জোত্স্নার আলোকিত রাস্তাঘাট,হলুদ চাঁদের আলো,বাঁধাকপি জিরি জিরি করে কেটে এই বার শুরু হবে মোমোর উপাখ্যান, এই পথে বহুদিন ঘুরে গেছেন অমিয়ভূষণ,প্রিয় ছবিটি, রাশভারী, মিলিটারি, বুট-বুট আওয়াজ, আমরা গুটি-সুটি মারা বিড়ালছানারা ফায়ার প্লেস খুঁজি...

... নিচে দিয়ে নাও , ই- টিভি বোর্ড, আমাদের বিজন লোক তুলতে থাকে গাড়ির পেছেনে, গাড়ির পেছনটা লেডিজ স্পেশাল হয়ে যায় নিমেষে,রাস্তার দুধারে হলুদ সর্ষের ক্ষেত, যেন প্লাবিত হয়েছে সব, বন্যায়, মনে পড়ে , পালামৌএর কথা, পুটুস, হলুদ পুটুসে ছেয়ে গেছে চারপাশ, Riদ্ধি-সিদ্ধি-রা সব বিদ্যার দেবী হয়ে গেলেন, ম্যাজিক,আমি ডানা মেলে দি, ইচ্ছেডানার পরশপাথর বা...

... ঘড়িয়াল সংকল্পে রসিকবিল, ও সে গাড়ির পেছনটা যে লেডিস স্পেশাল হয়ে গেল তার কথা তো বল্লম ই না, কি বা বলি আমি, এই আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে, পাল্লা দিতে গিয়ে আনন্দবাজার এখানে এক টাকায়, কারুর কারুর তাতে ঘুম ভালো হয়, রাসমেলার মাঠে কাজ চলছে, যেন পুজোর আগের কুমোরটুলি, আমার অবশ্য...

... মানুষকে চমকাও , যতক্ষণ না সে ও তোমায় কামড়ে দেয়, দন্দ্ব অহর্নিশ,চালশা যাওয়ার ইচ্ছে ছিল, মানিক মুখার্জিদের গাছ বাড়ি, মোটরবাইকে Riতুপর্ণার উড়ে চলে যাওয়া, ফালাকাটা যাও তুমি, ফুলবাড়ি যাও, টেলিফোনে চাপান-উত্তর, দিন কেটে যায়, কাজেরা সাজানো গাছ হয়ে ওঠে না, একবুক কুয়াশায় দাঁড়িয়ে থাকা দায়...

সুমেরু

No comments: