Sunday, June 18, 2006

ভি-crowমে আসিতেছে


... ভি, র ভি, ও ভি, নজরুল ইসলাম সরণি, কে বল্ল রাজারহাট, যাবে না কি রাজাবাজার, রাজা যায় বাজা তোরা,আগুণ জ্বলছে, লিখছে, এই বেশ, শিক কাবাব, শুয়োরগুলি হেঁটে বেড়ায়...কচি শুয়োর, বুনো শুয়োর, হেব্বি শুয়োর, দিব্বি শুয়োর, শুয়ে বসে, ট্রামে বাসে, ভি এল কলকাত্তায়, এ ভি ও ভি, হেভি টেভি, কভি কভি, L O কলকাতায়, না ভাট, কাট কাট, কাঠ কাঠ, বোতল খোল, বরফ তোল, ও কাকিমা, পেন্নাম হই, হই হই, ফুটছে খই, ফুল ফুটেছে, কদমতলায় কে, সোনামণির বে, হেইও সামাল খাচ্ছে মাল, বাপের কাছে, ভিপি টাল, খাসনা যেন, আঁধার রাতে, রাহার সাথে, ব্যাথার কথা, বার্ণল হাতে, যা:হ চলে, পরী পারীতে, তোর বাড়িতে, করছি ফোন, বাজছে যখন, বাজুক ঢাক, ভি-য়েন বসুক, ভি-জে থাক, টপাস টপাস, রসগোল্লা, ধপাস ধাই,শশুর মশাই, এই সেরেছে, ভি-এর তোড়, বিয়ের জোড়, কাঁপা কাঁপি, বিয়ে-ড়শর, টাওয়ার বসা, রোশনচৌকি, R্ত্বিক রওশন, আসুন বসুন, ডাব লিন, কল-কাঁথা, মাথা ব্যাথা, সারিডন, ডন বৈঠক, বৈঠকখানা, আড্ডা দিস...

তোকে দিলাম, হাওড়া ব্রীজ ,নিবি?

তোকে দিলাম, হায়াবাদ, রুম পার্টনার, না-হোমো, সিদ্ধি ভাm , charminar, নিবি?

তোকে দিলাম ...
আকাশ পাতাল৷ ঘাসফুল৷ নেপোলিয়ানের ছেলেবেলার খুলি৷ বরফ ব্র্যান্ডি৷ অরুণ বরুণ কিরনমালা৷ লালকমল নীল কমল৷ ব্যাঙ্গমা ব্যাঙ্গমী৷ অন চৌধুরী স্বপন সাহা৷ বাংলা বয়েজ জেমস জয়েস৷ পিরানডেল্লা কাঁচাগোল্লা৷তবু, ফুলের ঘায়ে মুর্ছা যাবি? তবু, খাবি?
তবু, খাবি-খাবি?

মন মাতাল আজ সকাল৷

--- এ তো দেখছি বাংলায় কথা বলে
--- আরেকটু খাব
--- আমি কিন্তু বাজে ছেলে
--- যে রাতে মোর দুয়ারগুলি
---
---
---
---( কান্না)
---
---
---
(উধাও)


crowমে crowমে ভি আসিতেছে
V
রাস্তা দু ভাগ
V
গলা৷
V
crowমানুসারে crowমবর্ধমান৷
ভি-শেষ ভাবে, শেষে ধারাভি,না: আর সিনেমা নয়৷

শোনা কথা-
পাঁচ বন্ধু ( তিনটে ছেলে, একটা মেয়ে, একটা ট) পাঁচ বোতল মদ খেয়ে ঠিক করল মেঘে ঢাকা অ-তারা দেখবে৷ ইউরোপে বসে Riwত্বিক ঘটক৷ যদি শুনতে শুনতে আমি ভেবেছিলাম হাতে করে মেঘ সরিয়ে তারাই দেখবে সে৷ না: সিনেমাতেই ফিরতে হল৷ আস্ত একটা সিনেমা হল চাই তাদের৷ ভাড়া নিয়ে দেখা হল মেঘে ঢাকা তারা৷ আকুলি বিকুলি৷ ফেবিকুইক৷ হাল রাবণে কোনcrowমে ঠাঁইয়ে ঠাঁই গুঁজে দিল৷ আবার পাঁচ বোতল মদ আরেকটা সিনেমা৷ এবারে আর কান্নাকাটি নয়৷ আবার হল ভাড়া৷

গুম গুম গুম গুম গুম৷ পাঁচবর দেখা শেষ হলে আর কথাটি নয়৷ পানচজন পাঁচ পথে৷ সেই থেকে সারা ইউরোপে সেই দিনটাকে বড়দিন বলে ধরা হয়৷ ক্যালেন্ডারে লালছোপ৷ বোতলে ভরলে শেরি মদ৷ হিরো আবার হে-ভি, র‌্

No comments: